1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
খুলনা পাইকগাছা বিএনপি নেতা মোস্তফাকে দল থেকে বহিষ্কার খুলনা শিপইয়ার্ডে পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা ব্যক্তির লাশ উদ্ধার র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১০, যাত্রাবাড়ী, ঢাকা এর যৌথ আভিযানে যাবজ্জীবন সাজা ও এক লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত  আসামী মোঃ দুলাল গ্রেফতার।  ভূমি মেলা -২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত “বরগুনায়” পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২ জন প্রাথমিকভাবে মনোনীত – “ইব্রাহিম খলিল”। নামেই প্রথম শ্রেণির পৌরসভা, নাগরিক সুবিধা একেবারে অপ্রতুল চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক বরগুনায় জলবায়ু সুশাসন বিষয়ক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনার সদর থানার মামলায় সম্ভুর জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার পলাতক আসামী জুলহাস মিয়া গ্রেফতার। 

‎‎শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন নারীর ক্ষমতায়নে সচেতনতার উদক্ত আহ্বান

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৬ জন দেখেছেন

মো: মোসলেম উদ্দিন সিরাজী,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

‎“অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করলেই নারীর ক্ষমতায়ন সম্ভব। আমাদের সমাজে এখনো কিছু বাধা ও কুসংস্কার রয়েছে, যা দূর করতে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুবিয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রধান শিক্ষক কামরুনাহার, ও বিলকিস আরা প্রমুখ। বক্তারা নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করেন এবং সমাজে নারীর সার্বিক উন্নয়ন ও সফলতা তুলে ধরেন। এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাহজাদপুর পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, যেখানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় বক্তারা জোর দেন নারী শিক্ষার প্রসার, কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি, এবং নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের ওপর। নারীর ক্ষমতায়ন শুধু সরকারি নীতিমালার বিষয় নয়, এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব।

শেয়ার করুন

আরো দেখুন......