শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে আসন্ন ভূমি মেলা -২০২৫ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতানের সঞ্চালনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার শাহরিয়ার আহমেদ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আগামী ২৫ মে থেকে ২৭ মে (৩ দিন ব্যাপী) পর্যন্ত গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। আসন্ন ভূমি মেলা -২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ মে সকাল ১০ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা সহ আলোচনা সভা এবং জেলার পাঁচ উপজেলা (ভূমি) সহকারী কর্মকর্তার অফিস চত্বরে অস্থায়ী স্টল স্থাপনের মাধ্যমে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে জনগণ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে অবগত হবে।
তিনি আরও বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দালালদের নাম ও ছবি প্রকাশ করা হবে। ভূমিসেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গোপালগঞ্জ জেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে সুবিধাভোগীদের হাতে আর্থিক চেক তুলে দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদ সহ অন্যান্য কর্মকর্তাগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।