শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো বাংলাদেশে তৃণমূলের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্প”-এর অধীনে সিভিক ফোরামের সামাজিক জবাবদিহিতা উপকরণ ব্যবহারবিষয়ক একটি কারিগরি প্রশিক্ষণ।
বৃহস্পতিবার সকাল দশটায় ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের সহযোগিতায় এবং ওয়েব ফাউন্ডেশনের বাস্তবায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন কনু।
উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার প্রজেক্ট অফিসার মোঃ মাজহারুল ইসলাম, সিএমও মোঃ মাহবুব আলম, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।
এই প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জলবায়ু সুশাসনে নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।