শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি :/ময়মনসিংহ ফুলপুর
ফুলপুরে বৃষ্টি ভেজা বাড়ির উঠানে পা পিছলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হ্যাপি আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বওলা ইউনিয়নের বওলা গ্রামে এ ঘটনা ঘটে।
হ্যাপি আক্তার বওলা গ্রামের জুম্মা বাড়ির মুজিবর রহমানের মেয়ে ও বওলা বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী হায়াতুর রহমানের স্ত্রী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় লোকজনের বরাতে জানা যায়,আজ সকালে হ্যাপি আক্তার বৃষ্টি ভেজা বাড়ির উঠানে পা পিছলে টিনের বেড়ায় গিয়ে ছিটকে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তার।