শনিবার, ২৪ মে ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
মো: মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় এর আয়োজনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আশিকুর রহমান অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব – মো: পারভেজ আক্তার এর সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব – মো: আব্দুল জব্বার সাহেব , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়নের সাবেক সভাপতি মো: আফসার আলী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো : আব্দুল মতিন সাহেব , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য দ্যা নিউ নেশান ইংরেজী পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: এম রওশন আলম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো: রাজীব আহমেদ রাসেল , অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী এবং সকল শিক্ষক – শিক্ষিকা সহ গাড়দহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ -সভাপতি জনাব মো : আব্দুল জব্বার সাহেব তার বক্তব্যে বলেন তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় শুধু আমার নয় এটি আমাদের সকলের পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। সামনের দিনে এ প্রতিষ্ঠান নিয়ে আমরা অনেক অনেক কাজ করব , পরিশেষে সকল এসএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে একটি কাঙ্খিত ফলাফল বয়ে আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।