1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
‘প্রশিক্ষণ শিক্ষকের পেশাগত দক্ষতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে’-কিন্ডারগার্টেন শিক্ষক প্রশিক্ষণে শিক্ষক নেতৃবৃন্দ।  খুলনা পাইকগাছা বিএনপি নেতা মোস্তফাকে দল থেকে বহিষ্কার খুলনা শিপইয়ার্ডে পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা ব্যক্তির লাশ উদ্ধার র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১০, যাত্রাবাড়ী, ঢাকা এর যৌথ আভিযানে যাবজ্জীবন সাজা ও এক লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত  আসামী মোঃ দুলাল গ্রেফতার।  ভূমি মেলা -২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত “বরগুনায়” পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২ জন প্রাথমিকভাবে মনোনীত – “ইব্রাহিম খলিল”। নামেই প্রথম শ্রেণির পৌরসভা, নাগরিক সুবিধা একেবারে অপ্রতুল চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক বরগুনায় জলবায়ু সুশাসন বিষয়ক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনার সদর থানার মামলায় সম্ভুর জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ

বদলগাছীতে সরকারি ঘর দিতে চেয়ে বিএনপি নেতার টাকা গ্রহন থানায় অভিযোগ এলাকায় তোলপাড় ।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩২ জন দেখেছেন

বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে সরকারি ঘর দেওয়ার কথা বলে এক গরীর-অসহায় ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকা গ্রহন ঘর না পেয়ে থানায় অভিযোগ কোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সহ বিএনপি পরিচয় দানকারী নেতার বিরুদ্ধে,এলাকায় তোলপাড়।

ভুক্তভোগী তসলিম উদ্দিন (৬৩) উপজেলার কোলা ইউপির কেশাইল গ্রামের মৃত নিলচাঁদের ছেলে বলে
অভিযোগ সূত্রে জানা যায়।

বদলগাছীর কোলা ইউপির কেশাইল গ্রামের ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সফিউল ইসলাম সাবু ও বিএনপি নেতা সুহেল রানা নিজেকে বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে বিএনপির প্রভাব বিস্তার করে বলে, তাদের হাতে বিএনপির আরো বড় বড় অনেক অনেক নেতা রয়েছে। শক্তিধর প্রলোভন দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে উপস্থিত সাক্ষী সাদ্দামের সামনে ২৫ হাজার টাকা গ্রহন করেন। এবং মৌখিক অঙ্গিকার করে কিরা কসম খেয়ে বলেন গুচ্ছ গ্রামে ঘর বাড়ি পাইয়ে দিব না দিতে পারলে ডবল টাকা ফেরত দিব।
কিন্তু ঘটনার ৩ মাস পার হলেও এখনো পর্যন্ত সরকারী ঘর বাড়ি দিতে পারেনি অসহায় ভুক্তভোগীকে, টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করতে থাকলে অসহায় তসলিম
গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ ঘটিকার সময় টাকা গ্রহন কারীকে বাড়ির সামনে বিএনপির অভিযুক্ত নেতাদের দেখতে পেয়ে টাকা ফেরত চাইলে।টাকা চাওয়ার অপরাধে অসহায় তসলিম পরিবার কে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ মারপিট জখমের হুমকি প্রদান করেন ঐ কৃষক দল নেতা সহ বিএনপি নেতা পরিচয় দানকারী ব্যক্তি।
প্রাণের ভয়ে গরীব অসহায় পরিবার কান্নাকাটি শুরু এবং লোকজনের কাছে টাকা প্রদান বিষয় টি প্রকাশ করলে ব্যাপক আলোচনা শুরু হলে অসহায় পরিবার কে প্রাণনাশের হুমকি দেন। স্হানীয় এলাকার স্বচেতন মহলের সুপরামর্শে গত ২৭ জানুয়ারী বদলগাছী থানায় বাদী হয়ে টাকা গ্রহন কারীদের বিরুদ্ধে অভিযোগ করেন।বাদীর অভিযোগে জানা যায় গুচ্ছ গ্রামে সরকারি ঘর পাইয়ে দিতে ২৫ টাকা গ্রহন করেন ঐ দুই জন বিএনপি নেতা।

এ বিষয়ে অভিযুক্ত কৃষকদল নেতা সফিউল ইসলাম ও সোহেল রানার বাড়িতে জানতে গেলে স্বাক্ষাত মিলেনি।

উক্ত বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্ জাহান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ টি সঠিক তদন্তের জন্য দায়িত্ব প্রদানকারী কে সুব্যাবস্হা নিতে নির্দেশ করেছি ভাই।।

কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টি লোক মারফতে শুনতেছি কিন্তু কেউ জানাতে আসে নাই। স্হানীয় সাংবাদিক সাগর সহ স্বচেতন মহল জানান বিষয় টি এলাকায় তোলপাড় চলছে সাধারণ মানুষের মুখে, এতে গোপন কি আর থাকে।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ।

শেয়ার করুন

আরো দেখুন......