1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
গোপালগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে  গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন   থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইলেকট্রিক মেকানিক্যালকে ডেকে নিয়ে বেধে নির্যাতন ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন অর্থনৈতিক শুমারি কার্যক্রম পরিচালনা সভা। আমার সময় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রকৌশলী উজ্জল হোসেনকে কর্মস্থল থেকে বদলির নির্দেশ। শেরপুরের ঝিনাইগাতীতে বেশী দামে ধানবীজ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদন্ড খুলনা বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা,ঝাড়ু মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:

বৈষম্যরিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের আহবানে গোপালগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডল। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানবন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যৌক্তিক ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য আলোচনা করা হয়। এসময় বৈষম্যের স্বীকার পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য প্রদান করেন। পোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডল সকল প্রকার দাবি দাওয়ার সাথে একাত্বতা ঘোষণা করে যৌক্তিক ও প্রাপ্য দাবি বলে আখ্যায়িত করেন।

মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য রনজিদ মন্ডল (ফার্মাসিস্ট)। এছাড়াও মানবন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় মেডিকেল টেকনোলজিস্ট
ও ফার্মাসিস্ট পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি), সাধারণ সম্পাদক অমিত সেন, কোষাধ্যক্ষ নৃপেন বাড়ৈ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপদেষ্টা মনোতোষ বিশ্বাস সহ সরকারি আধা-সরকারি ও বেসরকারী হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারের বৈষম্যের শিকার সকল পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডলের নিকট স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

আরো দেখুন......