বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:১৯ নভেম্বর
নগরের উত্তর পতেঙ্গাস্থ ইউনিটির ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক মোঃ জাকির হাসানের সঞ্চালনায় ১৯ নভেম্বর , মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মানবাধিকার সংগঠক মোঃ সৌরভ, মোঃ আকবর, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হালিম,সজীব, সাইফুল,, মোঃ শামীম,সজল সহ জেলা, মহানগর ও থানা কমিটির সদস্য বৃন্দ।
এসময় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বর্তমান অন্তবর্তিকালীন সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই সময়ে যারা মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার এবং অন্যায় অসহায় দুঃস্থ হয়ে জেলখানায় মানবেতর জীবন-যাপন করছেন তাদের কে দ্রুত যাচাই-বাছাই করে মুক্তিদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
এছাড়া আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অত্র সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন, চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা এবং বিকেলে বিভাগীয় অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা প্রদান এবং মানবাধিকার কর্মী সম্মিলন ও চা- চক্রের আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।