ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:
বৈষম্যরিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের আহবানে গোপালগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডল। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানবন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যৌক্তিক ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য আলোচনা করা হয়। এসময় বৈষম্যের স্বীকার পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য প্রদান করেন। পোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডল সকল প্রকার দাবি দাওয়ার সাথে একাত্বতা ঘোষণা করে যৌক্তিক ও প্রাপ্য দাবি বলে আখ্যায়িত করেন।
মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য রনজিদ মন্ডল (ফার্মাসিস্ট)। এছাড়াও মানবন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় মেডিকেল টেকনোলজিস্ট
ও ফার্মাসিস্ট পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি), সাধারণ সম্পাদক অমিত সেন, কোষাধ্যক্ষ নৃপেন বাড়ৈ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপদেষ্টা মনোতোষ বিশ্বাস সহ সরকারি আধা-সরকারি ও বেসরকারী হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারের বৈষম্যের শিকার সকল পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডলের নিকট স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দরা।