বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
জাকারিয়া হোসেন, চট্টগ্রামঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড( বিপিডিবি ) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রাম আওতাধীন বিবিবি- নিউমুরিং বিউবো, চট্টগ্রাম শাখার উপ- সহকারী প্রকৌশলী মোঃ উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ( মিটার ব্যথিত তারের মাধ্যমে আউট পাসিং কানেকশন ) ব্যবহারকারীর সাথে অর্থ লেনদেনের (ঘুষ) অভিযোগের বিষয়ে গত ১২ই নভেম্বর জাতীয় দৈনিক আমার সময় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে, ও সত্যতা নিশ্চিত হওয়ায়, তাকে নিউমুরিং বিউবো, চট্টগ্রাম শাখা থেকে বদলির নির্দেশ দিয়ে দপ্তরাদেশ করা হয়েছে।
এ বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগ- নিউমুরিং, বিউবো, চট্টগ্রাম শাখার নির্বাহী প্রকৌশলী- মো: সামির আসাব
সত্যতা নিশ্চিত করেছেন, এবং বিতরণ দক্ষিণাঞ্চল বিউবো, চট্টগ্রামের উপ পরিচালক (প্রশাসন) আরিফুল হাসান ১৮/১১/২০২৪ ইং তারিখে স্বাক্ষরিত দপ্তরাদেশ এ পরবর্তী বদলী পূর্বক পদস্থিত দপ্তর দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ বিউবো, দীঘিনালা,খাগড়াছড়ি, নির্দেশ দেওয়া হয়।
দপ্তরাদেশে আরো উল্লেখ করা হয়েছে যে,
বদলী পূর্বক পদস্থিত দপ্তরে যোগদানের নিমিত্ত নিজ দপ্তর হতে আগামী ২১/১১/২০২৪ ইং তারিখের মধ্যে অব্যাহতি গ্রহণ করিবেন, অন্যথায় ২৩/১১/২০২৪ ইং তারিখ হইতে তাৎক্ষণিক অব্যাহতি প্রাপ্ত (Stand Released) বলিয়া গণ্য হইবে।