শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
হেলাল উদ্দিন, চট্রগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের আগ্রাবাদে হালিশহর হাজীপাড়ায় অভিনব কায়দায় ফোন করে ডেকে এনে মিজানুর রহমান(৩৫) নামের ১ যুবককে চরমভাবে আহত করেছেন উশৃংখল সঙ্ঘবদ্ধ একটি চক্র। তথ্য মতে জানা যায়, মিজানুর রহমান রেন্ট-এ-কারের গাড়ি চালান। ওই সুবাদে ভাড়া কম-বেশি অনুপাতে মিজান দীর্ঘদিন যাবৎ রেন্ট-এ-কার সেবা দিয়ে আসছিলেন। সেই সূত্র ধরে স্বার্থন্বেষী একটি চক্র তাকে বহুদিন ধরেই অর্থ দাবি সহ বিভিন্ন রকমের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। কিন্তু মিজান প্রতিবাদী যুবক হয়ে তাদের কথায় কর্ণপাত না করে নিজের পেশাকে সম্মানের সাথে পোষণ করে কাজ করে যাচ্ছিলেন। তাই কোনভাবে মিজানকে দামান যাচ্ছে না, মর্মে তাকে ফোন কলে ডেকে এনে হাজীপাড়া ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের সামনে দুপুর ১ঃঘটিকায় নির্মমভাবে হামলা করে এই চক্রটি। মিজানুর রহমান অভিযোগ করে দৈনিক অপরাধ-অনুসন্ধান কে বলেন, যে তাদের পুরনো রেশ থেকে আজ অবধি আমাকে আঘাত করার মূল কারণ* চক্রের সদস্যরা বর্তমান ক্ষমতাসীন দলের সরকার ও সরকারের প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করতো। প্রতিবাদী মিজান প্রতিনিয়তই তাদের এই নোংরা কাজের বিরোধিতা করেই আসছিল। তাই তারা কোন না কোনভাবে মিজানের ওপর ভয়ঙ্কর আঘাতের ছক আঁকে। প্রতিবাদী মিজানুর রহমান প্রচন্ড রকমের আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয়দের সাহায্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের জরুরী বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। প্রচণ্ড আঘাত এর কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি সহ একটি চোখ থেঁতলে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে সেবা প্রদান করে দ্রুত চক্ষু চিকিৎসার জন্য চক্ষু হাসপাতাল রেফার করেন। এই মর্মে গত-২৩/৮/২০২২ চট্টগ্রাম মেট্রোপলিটন * ডবলমুরিং মডেল থানায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে সুষ্ঠু বিচার দাবিতে একটি সাধারণ ডায়েরি করেন মিজানুর রহমান। সাধারণ ডায়েরিতে হামলাকারিদের নাম ১। *শহীদ (৪৫) ২। *টিপু (৩২) ৩। *মাসুদ (৩০) ও ৪। *ফয়েজ (৪৫) নাম সমুহ উল্লেখ করা হয়। বর্তমানে আহত মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।