সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, ইসলাম প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম,জামান আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনসহ আরও অনেকেই।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারীদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনার শেষে বই বিতরণ করা হয়।