শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
হারুন অর রশীদ,বিশেষ প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে আজ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ট্রাস্টের আজীবন সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইয়ের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম শফিকুল ইসলাম মহোদয়ের সুযোগ্য কন্যা লাবনী আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।
এছাড়াও শিক্ষা ট্রাস্টের আজীবন সদস্যদের মধ্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, অ্যাডভোকেট নাফিউৎজ্জামান তালুকদার ডলার বক্তব্য রাখেন। অভিভাবকদের পক্ষ থেকে মাওলানা মোজাফফর হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সামেয়া আক্তার সহ আরও অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষা ট্রাস্টের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এই আয়োজন কালাইয়ের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষা ট্রাস্টের অঙ্গীকার এবং কৃতি শিক্ষার্থীদের প্রতি তাদের পৃষ্ঠপোষকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।