শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক : মঠবাড়িয়া পৌরসভার হাসপাতাল ব্রীজ সংলগ্ন দক্ষিন বন্দরে অবস্থিত সিকদার ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সার্ভিসে ভুয়া ডাক্তার ও ভুয়া টেকনোলোজিস্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রীতিমত সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছেন। এমনকি ভুয়া ডাক্তার ও ভুয়া টেকনোলোজিস্ট এমারজেন্সি থেকে রুগী ভাগিয়ে নিয়ে এসে ব্যান্ডিসের নামে ভুক্তভোগীদের পকেট কাটতে দিশেহারা এতে একদিকে যেমন ভোগান্তিতে পরছে রোগীরা। অন্যদিকে আর্থিক ক্ষতিগ্রস্তও হচ্ছেন তারা।
এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে ওই ডায়াগনস্টিক থেকে ভুয়া ডাক্তার সৌরভ দৌড়ে পালিয়ে যান। এ সময় অভিযুক্ত ভুয়া টেকনোলোজিস্ট লিটন কুমার জিৎ বিভিন্ন তালবাহানা করে তার কাছে রাখা কিছু সার্টিফিকেট দেখান। অভিযোগ রয়েছে তার দেখানো সার্টিফিকেটগুলো ভুয়া।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন রোগী জানান, ডাক্তার সৌরভ সাংবাদিক দেখে পালিয়ে যাবার পর জানতে পারলাম তিনি আসল ডাক্তার না, ভুয়া ডাক্তার। আর এভাবেই আমরা এতদিন ঠকছি। তাছাড়া ভুয়া ডাক্তার সৌরভের পাশাপাশি থেকে ভুয়া টেকনোলোজিস্ট বনে গেছেন নন মেট্রিক লিটন কুমার জিৎ। তিনি এস.এস.সি পাস না করেই বড় মাপের একজন টেকনোলোজিস্ট বনে গেছেন বলেও অভিযোগ করেন তারা এ ছাড়াও তিনি বিভিন্ন সময় ভুল রিপোর্ট দিয়েছেন।
এসব অভিযোগে ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সিকদার ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সার্ভিসসহ মঠবাড়িয়ার ডায়াগনস্টিক গুলোতে অতিশিগ্রই অভিযান পরিচালনা করা হবে।