1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

খুলনায় অপহরনের দায়ে গ্রেফতার – ০৩

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৬২ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা। ১২ আগষ্ট (শুক্রবার) বিকাল সাড়ে ৪ টার দিকে গিলাতলা দক্ষিণপাড়ার সামাদ শেখের ছেলে ভ্যানচালক জিহাদ শেখ ভ্যান নিয়ে ভাড়া টানার জন্য বাসা থেকে বের হয়। রাত সোয়া ৮ টার দিকে জিহাদের ছোট ভাই জিয়ারুলের মোবাইলে ফোন দিয়ে জিহাদ বলে আমাকে আটকিয়ে রেখেছে ৫০ হাজার টাকা নিয়ে আয়, এরপরই ফোন বন্ধ পাওয়া যায়।  এরপর ১৩ আগস্ট (শনিবার) ভিকটিম জিহাদ শেখের বাবা মোঃ আসলাস শেখ বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।

খানজাহান আলী থানার ওসিকে অবহিত করলে খানজাহান আলী থানা পুলিশ তৎক্ষনিকভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরনকারীদের অবস্থান আড়ংঘাটা থানাধীন তেলিগাতী পাকার মাথায় আছে বলে নিশ্চিত হয়। পরে থানার পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়ীগেট শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জলসহ ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। অপহরণকারীদের দেওয়া তথ্যমতে, তেলিগাতী মধ্যপাড়া ক্লাব মোড়স্থ মৃত শেখ শাহাজানের ভাড়াটিয়া মোঃ জামিরুল ইসলামের ভাড়া বাসা থেকে অপহরণকারীদের হেফাজতে থাকা গিলাতলা দক্ষিণ পাড়ার ভিকটিম মোঃ জিহাদ শেখ ও মোঃ আলামিন হোসেনকে উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার সুত্রে জানা যায়, অপহরনকারীরা জিহাদের ছোট ভাই জিয়ারুলকে একটা বিকাশ নং দেয় এবং ওই নম্বারে টাকা পাঠাতে বলে। জিয়ারুল অপহরনকারীদের ফোনে বলে এত রাতে বিকাশের দোকান খোলা নেই, সরাসরি ছাড়া টাকা দেওয়া সম্ভব হচ্ছেনা। তখন ফোনে তাদেরকে অপহরনকারীরা কুয়েট পকেট গেটের সামনে যেতে বলে। তাদের কথা মতো জিহাদের পিতা আসলাম শুক্রবার ভোর ৪ টার দিকে কুয়েট পকেট গেটের সামনে গেলে অপহরণকারী চক্রের সদস্য শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জল (২৭), তেলিগাতী সরদার পাড়া এলাকার হান্নান শেখের ছেলে তরিকুল (২০), একই এলাকার আবু বক্কারের ছেলে মোঃ মুন্না হোসেন (২৬) সাথে কথা বলার এক পর্যায়ে পুর্বে থেকেই ওৎ পেতে থাকা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা ২ জনকে আটকে রেখেছে এবং তাদের মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা নিতে এসেছে কুয়েট পকেট গেটে।

খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান আরো জানান, পুলিশের একটি বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে আসামি ও ভিকটিম উদ্ধারে সক্ষম হয়। এ ঘটনায় ভিকটিম জিহাদ শেখের বাবা আসলাম শেখ ৪ জনকে এজাহার নামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। এজাহার নামীয় পলাতক আসামি তেলিগাতী সরদার পাড়া এলাকার আলী আহম্মেদ’র ছেলে রুবেলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।

শেয়ার করুন

আরো দেখুন......