1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, ভোটে নির্বাচিত হলেন যারা।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৯৬ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি:- ইভিএম-এর মাধ্যমে সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭ জেলার ন‍্যায় শরীয়তপুর জেলায় ভোটগ্রহণ সম্পন্ন হলো জেলা পরিষদ নির্বাচন। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। জেলা রিটার্নিং অফিসার-এর কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। এছাড়া ৭টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রের পর্যবেক্ষণের জন‍্য সিসি ক‍্যামেরা ছাড়াও ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: পারভেজ হাসান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ও সাধারণ সদস‍্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাবেদুর রহমান খোকা সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ৬ উপজেলায় ২ জন মহিলা সদস‍্য নির্বাচিত হয়েছেন। এদের সদর, জাজিরা ও ডামুড‍্যা উপজেলায় ১নং সংরক্ষিত মহিলা আসনে টেবিল ঘড়ি মার্কা নিয়ে ২৮৩ ভোট আসমা আকতার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমা ফজল হরিণ মার্কা নিয়ে ১২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ২নং সংরক্ষিত মহিলা আসনে এডভোকেট হাবিবুন নাহার নিপা ফুটবল মার্কা নিয়ে ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোহিনুর সুলতানা মাইক মার্কা নিয়ে ১৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং সাধারণ সদস‍্য পদে সদর উপজেলায় ১নং ওয়ার্ডে লটারিতে বোরহান মুন্সী টিউবওয়েল মার্কা নিয়ে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুজ্জামান উজ্জ্বল আকন হাতি মার্কা নিয়ে ৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন; জাজিরা উপজেলায় ২নং ওয়ার্ডে নেছারউদ্দিন মাদবর তালা মার্কা নিয়ে ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আনিছুর রহমান টিউবওয়েল মার্কা নিয়ে ৮৪ মার্কা নিয়ে পরাজিত হয়েছেন; ডামুড‍্যা উপজেলায় ৩নং ওয়ার্ডে সৈয়দ ইকবাল হোসেন তালা মার্কা নিয়ে ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাতি মার্কা নিয়ে ২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন; নড়িয়া উপজেলায় ৪নং ওয়ার্ডে মো: আলী আজগর চুন্নু টিউবওয়েল মার্কা নিয়ে ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মামুন সিকদার হাতি মার্কা নিয়ে ৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন; ভেদরগঞ্জ উপজেলায় ৫নং ওয়ার্ডে মো: আ: কাইয়ুম পাইক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ও গোসাইরহাট উপজেলায় ৬নং ওয়ার্ডে আব্রাহাম লিংকন টিউবওয়েল মার্কা নিয়ে ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: নুরুজ্জামান মৃধা তালা মার্কা নিয়ে ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।উল্লেখ্য, ১৭ অক্টোবর শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৫টি ইউনিয়নের ৯১৫ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬৯৯ ও মহিলা ভোটার ২১৬। নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৭ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৬ জনসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে দুপুর ২টায় শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর৷ মনোনয়নপত্র বাছাই করা হয় ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ আজ ১৭ অক্টোবর।

শেয়ার করুন

আরো দেখুন......