শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আস্করিয়া সড়কের জলাবদ্ধতায় প্রায় ২০ হাজার মানুষ পানিবান্দি হয়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও পৌরসভার কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘ এক বছর ধরে সড়কটির কাজ শেষ না করাই জনদুর্ভুগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
বাঁশখালী পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘ তিন কিলোমিটার পৌরসভা আস্ককিয়া সড়কটি ২০২৪ সালের প্রায় ১৩ কোটি টাকার টেন্ডার হয়। কাজের মেয়াদ ছিল এক বছর। তৎকালীন সময় কাজটি পেয়েছিলেন ইউনূস অ্যান্ড ব্রাদারস লিমিটেড নামের একটি টিকাদার প্রতিষ্ঠান। মেয়াদ শেষ হলেও শেষ হয়নি আস্ককিয়া সড়কের কাজ। সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়।
গত দু-তিন দিনের বৃষ্টিতে সড়কটি মিনি পুকুরে পরিণত হয়েছে। সড়ক দিয়ে চলাচল করতে না পারায় বর্তমানে পৌরসভার আস্ককিয়া এলাকার প্রায় বিশ হাজার মানুষ পানিবান্দি হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী আলী আহমদ জানান, দীর্ঘ এক বছর ধরে সড়কটির কাজ না করাই বর্ষা মৌসুমে আস্করিয়া সড়কটি মিনি পুকুরে পরিণত হয়েছে। গত এক বছরে প্রায় অর্ধতাধিক দুর্ঘটনার শিকার হয়েছে পথচারীরা। বর্তমানে প্রায় বিশ হাজার মানুষ পানি বন্ধ হয়ে পড়ছে।
বাঁশখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে ঠিকাদারেরা ঠিকমতো কাজ করতে পারেনি। বৃষ্টি কমে গেলে পুনরায় সড়কটির কাজ শুরু করা হবে। কাজের মেয়াদ শেষ হওয়ার কথা জানালে তিনি বলেন, বিভিন্ন জটিলতার কারণে ঠিকাদার পুরো দমের কাজ করতে পারেনি। ঠিকাদারদের সাথে কথা হয়েছে শীঘ্রই তারা কাজ সম্পন্ন করবে।
বাঁশখালী পৌরসভার উপ- সহকারী প্রকৌশলী মোঃ আরাফাত জানান, ২০২৪ সালের জুলাই মাসে ইউনুস এন্ড ব্রাদার্স ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। রাস্তার পাশে ড্রেনের জন্য ২১ থেকে ২২ ইঞ্চি জায়গা খালি দরকার, তাদের সড়কটির পাশে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার কারণে ড্রেনের কাজ করতে ঠিকাদারের কিছুটা সময় বিলম্ব হয়েছে।
ইউনুস এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ ইউনুস জানান, আপনি আমাকে কেন ফোন করছেন ওখানে আমার প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন। সড়কের কাজটি কখন শেষ হবে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে এই প্রতিবেদককে জানান।