1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি।

মুকসুদপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পথসভা,জনসংযোগ ও লিফলেট বিতরন

  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪০৬ জন দেখেছেন

পীর তানভীর শেখ,জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ:

গোপালগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবদুল হামীদ পথ সভা, গনসংযোগ ও লিফলেট বিতরন ।

আজ রোববার সকাল সাড়ে ৭ টায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর বাজার থেকে এ জনসংখ্যা শুরু করে। পরে তিনি ক্যাথলিক চার্চ এর ফাদার ডেভিড ঘরামীর সাথে মতবিনিময় এবং ব্রোঞ্জ মার্কেটে গন সংযোগ করেন।
এছাড়া একই উপজেলার গোহালা ইউয়নিয়নে দক্ষিণ গঙ্গারামপুর জুলাই অভুত্থানে যাত্রাবাড়ীতে নিহত বাবু মোল্লার পরিবারের খোজ খবর নেয় এবং মৌসুমি ফল দেয়।

পরে ওই ইউনিয়নের বৈদ্যবাড়ি মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলার মসলিসে শুরা সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়নের সভাপতি ফকির মিরাজ আলী শেখ, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মাদ আল-মাসুদ খান , মুকসুদপুর পৌরসভার আমীর কবির হোসেন, ননীক্ষীর ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান , গোাহালা ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি, কাশালীয়া ইউনিয়নের সেক্রেটারি মাহামুদ হাসান, মাওলানা আবু নোমান, আবুল বাসার মল্লিকসহ স্থানীয় নেতা কর্মীরা।

এসময় মাওলানা আবদুল হামীদ বলেন, আপনারা যদি আমাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভোট দেন তাহলে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবো। সদস্য নির্বাচিত হলে আমি সংসদে গিয়ে আপনাদের পক্ষ হয়ে ন্যায্য অধিকার আদায়ের কথা বলব। আমি নিশ্চয়তা দিয়ে বলি জামায়াতে ইসলামী এমন একটি দল যে দলের মধ্যে চাঁদাবাজি নেই, সন্ত্রাস করার কোন সুযোগ নাই। এ দল হচ্ছে স্বচ্ছ এবং সরল দল। এই দল দুঃখী মানুষের পাশে থাকে, আমাদের দেশে সংখ্যালঘু বলে কোন কথা থাকবে না। আমাদের দেশে নির্যাতিত নিপালিত মানুষ জেদ থাকবে তার পাশে জামায়াতে ইসলামী থাকবে এখনো আছে ভবিষ্যতে থাকবে। আগামী সংসদ নির্বাচনে জামাতে ইসলামকে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিলে ধন্য হব।

আপনারা জানেন বিগত বিএনপি সরকারের অনেকেই ধরা পড়েছে বদনাম করেছে। আমাদের দুজন মন্ত্রী ছিল একজন আলী হাসান মুজাহিদ ও অন্যজন শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। এই দুজনের কোন দুর্নীতি বা অন্যায় পায়নি। কাজেই জামায়াতে ইসলামী এটা প্রমাণ করেছে জামায়াতে ইসলামী বিগত সময়ে দুর্নীতি করেনি, ভবিষ্যতেও করবে না। বর্তমানে বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সাড়া পড়েছে জামায়াতে ইসলামী একটি ভাল দল এই দলকে আমরা ভোট দেব।

শেয়ার করুন

আরো দেখুন......