শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীতে চিকিৎসকদের সমন্বয়ে একটি মানসম্মত হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা শনিবার ৫ জুলাই রাতে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালীর প্রথিতযশা চিকিৎসক, নবীন চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন- ‘বাঁশখালীর সাত লক্ষ জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিতে মানসম্মত হাসপাতালের অভাব রয়েছে।’ অনুষ্ঠানে সাধ্যের মধ্যে উন্নতমানের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়া হয়। সেই সাথে বিশ্বমানের একটি রোগ নিরূপণ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা উঠে আসে। বাঁশখালীর প্রথিতযশা চিকিৎসক থেকে শুরু করে নবীন প্রায় পঞ্চাশজনের অধিক চিকিৎসক উপস্থিত থেকে নিজেদের মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী । তিনি বলেন, এই হাসপাতালে বাঁশখালীর প্রান্তিক জনগোষ্ঠীর আয় ক্ষমতার কথা মাথায় রেখে সাজানো হবে। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে বাঁশখালীর চিকিৎসক সমাজ একত্রিত হয়েছে। আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার অংশ হিসেবে এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. পরেশ চন্দ্র পাল (পিসি পাল), সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডাক্তার ফররুখ আহমদ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক, ডা. এইউএম সলিমুল্লাহ, বিশিষ্ট এনেসথেসিস্ট ডা. রশিদ আহমেদ, ডা. সগীর, ডা. রফিকুল হাসান, ডা. মিনহাজুল হক, ডা. রজত শংকর রায় বিশ্বাস, ডা. শাহেদ বিন মোস্তাফা, ডা. নিনা ফারুক, ডা. সাবরিনা আলম, ডা. রুমি দাশ, ডা. ফেরদৌসী বেগম, ডা. মোহাম্মদ জাহেদ উদ্দিন, ডা. আমিনুল ইসলাম তারেক, ডা. পঞ্চানন আচার্য্য, ডা. অলি আহমদ, ডা. সওগাত উল ফেরদাউস, ডা. মোহাম্মদ শাহেদ আলী খান, ডা. রাকিব আদনান চৌধুরী, ডা. দেবজ্যোতি দাশ, ডা. আবদুল গফুর, ডা. মোহাম্মদ রাশেদুল করিম সুজন, ডা. দিদারুল হক সাকিব, ডা. মোফাচ্ছের ফারুক, ডা. মোহাম্মদ তৌফিকুল আলম, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রাশেদুল করিম, মোহাম্মদ নাফিস শাহরিয়ার চৌধুরী, মোহাম্মদ লতিফুর রহমান শাকিল, সাকিব হোসেন, মোহাম্মদ কফিল উদ্দিন, রকিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আ্যডভোকেট আনিসুল ইসলাম, বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী এক্সপ্রেস সম্পাদক রহিম সৈকত, মোহাম্মদ জাহেদুল ইসলাম, আনাস বিন ইকবাল, নূর উদ্দিন পারভেজ, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কালাম, মোহাম্মদ হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিএম মুফিজুর রহমান আল আজহারী।