1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি।

বাঁশখালীতে নেয়াজর পাড়া মোজাফফর আহমদ জামে মসজিদ ও বদিউল আলম ফকির ফোরকানিয়া মাদ্রাসার কমিটি ঘোষণা।

  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালী পৌরসভাস্থ উত্তর জলদি নেয়াজর পাড়া মোজাফফর আহমদ জামে মসজিদ ও বদিউল আলম ফকির ফোরকানিয়া মাদ্রাসার কমিটি ঘোষণা করা হয়েছে। অত্র মসজিদের ইমাম মাওলানা আরশাদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মসজিদ ও ফোরকানীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির ঘোষণা অনুষ্টানে

বক্তরা বলেন, মসজিদ ও মাদ্রাসার যথাযথ ব্যবহার, মসজিদের উদ্দেশ্য বাস্তবায়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও উন্নতি ইত্যাদি বহুলাংশে নির্ভর করে মসজিদ কমিটির যোগ্যতা ও সদিচ্ছার উপর। কিন্তু সঠিক জ্ঞানের চর্চা না থাকায় এবং নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাওয়ায় অনেক মসজিদের কমিটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বক্তরা আরে বলেন, ইসলামি চিন্তাবিদদের মতে, মসজিদ কমিটির পদকে নেতৃত্ব মনে করা চরম বোকামি। মসজিদ কমিটির কোথাও জায়াগা হলে এটাকে নিছক খেদমত মনে করা দরকার। এ খেদমত আল্লাহর ঘরের খেদমত। মুসল্লিদের খেদমত। তাই দুনিয়ার কোনো চাওয়া-পাওয়া ব্যতিরেকে মুক্তমনে শুধু আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের ইচ্ছায় ইবাদত মনে করে খেদমতের মানসিকতা নিয়ে কমিটিতে অংশ নিতে হয়। সামাজিক পদমর্যাদা বৃদ্ধির অভিলাষে কমিটিতে যোগ দেওয়া হারাম।
মসজিদ পরিচালনাকারী মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের এক আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, ‘তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও পরকালের ওপর। তারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের

অন্তর্ভুক্ত। ’ (সুরা তাওবা, আয়াত : ১৮) উক্ত কমিটিতে
মো: রাশেদুল আলমকে সভাপতি ও মেহেরুল আলম নিশানকে সাধারণ সম্পাদক, আতিকুল আলমকে অর্থ সম্পাদক, তারেকুল আলম ও মানিকুল আলম মানিককে সহ সভাপতি, শাহেদুল আলম ও রায়হানুল আলমকে সহ-সাধারণ সম্পাদক ও মোঃ আরিফুল ইসলামকে সহ অর্থ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......