1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি।

নাপোড়া ছড়ায় বালু লুটেরাদের বিরুদ্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, জব্দ ট্রাকসহ ৪ জনের ৩ মাসের সাজা!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২০ জন দেখেছেন

মোহাম্মদ আমিনুল.ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীর নাপোড়া ছড়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ জনের কারাদণ্ড! চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া ছড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন, বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আনসার সদস্যদের একটি চৌকস দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালি একটি ডাম্পার ট্রাকে করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে চারজন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। ট্রাকটি জব্দ করে বাঁশখালী থানার হেফাজতে রাখা হয়েছে।
এই প্রসঙ্গে এসিল্যান্ড মোঃ জসিম উদ্দিন বলেন,
“পরিবেশ, পাহাড়, ছড়া ও নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। এগুলোর ক্ষতি মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর অন্যায় চাপ সৃষ্টি করা। আমরা কাউকে এ জাতীয় অপরাধ করতে দেব না। বাঁশখালীতে পরিবেশবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল এম. এ. রহমান সোহেল বলেন, “পরিবেশ রক্ষা ও জনস্বার্থে বাঁশখালীর উন্নয়নে যেভাবে এসিল্যান্ড মোঃ জসিম উদ্দিন সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। নাপোড়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই তাৎক্ষণিক পদক্ষেপ জনমনে আস্থা ও প্রশাসনের প্রতি বিশ্বাস বাড়িয়েছে। আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাঁশখালী উপজেলা শাখা এ ধরনের সকল জনকল্যাণমূলক ও পরিবেশ-সচেতন কার্যক্রমের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই এবং আশাবাদী, বাঁশখালীর প্রতিটি অনিয়মের বিরুদ্ধেও এমনই দৃঢ় পদক্ষেপ অব্যাহত থাকবে।”
স্থানীয় জনগণও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এসিল্যান্ডের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রশাসনের এমন কঠোর অবস্থান নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন

আরো দেখুন......