রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ ২৪ মে ২০২৫ ইং (শনিবার) সকাল ৯ঃ৩০ মিনিটে রাজশাহীর বাঘায় আঞ্চলিক তথ্য অফিস,রাজশাহীর আয়োজনে“গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’’ শীর্ষক এক সেমিনার উপজেলার মডেল মসজিদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।
সকাল ৯ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার । তিনি বিশেষ কারণে উপস্থিত হতে না পারায়-তাঁর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপন করার নাম গুজব। এটি বহুকাল থেকে ঘটে আসছে। তবে সম্প্রতি এর প্রবনতা অনেক বেড়েছে। বিশেষ করে ৫ আগষ্টের পর থেকে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিউবে ফলোয়ার (ভিউ)বাড়ানোর মিথ্য প্রয়াসে একের-পর এক নানা রকম গুজব ছড়িয়ে যাচ্ছেন। এ ছাড়াও অনেক ব্যক্তি ফেক আইডি ব্যবহার করে নানা রকম ফেক ছবি ও ফেক ভিডিও প্রচার করেছ। আমরা এখন থেকে যখাযথ প্রমান পেলে এ সব খবরের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।
অপর দিকে রাজশাহীর উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান বলেন, গুজব প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কোন বিকল্প নেই। আপনারা চাইলে তথ্য যাচাই-বাছাই করে একটি খবর লিখতে পারেন। অনেক সময় আমরা লক্ষ্য করি, খবরের সাথে শিরোনামের কোন মিল নেই। পাঠকদের মাঝে আকর্ষণ সৃষ্টি করার লক্ষ্যে চমকপদ শিরোনাম ব্যবহার করা হয়। এটাও সমচিত নয়। তাঁর মতে, আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা এমন খবর কোন মাধ্যমেই প্রকাশ না করি, যাতে করে দেশের ক্ষতি হয়। একই সাথে উপস্থিত সকল গণমাধ্যম কর্মীকে বস্তু-নিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান।
উক্ত সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য গোলাম তোফাজ্জল কবির মিলন প্রমুখ।
এ সেমিনারে বাঘার তিনটি প্রেস ক্লাবের সদস্যবৃন্দ -সহ আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ,তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, প্রশাসনিক কর্মকর্তা মনোজিৎ কুমার মজুমদার, সহকারী তথ্য অফিসার আব্দুল আলিম, তথ্য সহকারী রুহুল আমিন, কনক উজ্জামান ও সংস্থার ফটোগ্রাফার রফিদ আল তাহমিদ ।