শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামান এর নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এসময় লবণচরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে গত ১৭ মে সন্ধ্যা ৮ ঘটিকার সময় কেএমপি, খুলনার লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ (খানজাহান আলী সেতু হইতে জিরোপয়েন্ট গামী) পাকা রাস্তার পাশে ফুটপথের উপর (মেসার্স শেফা মেডিকেল হল এর সামনে) হইতে আসামী মোঃ খাইরুল বশর (৫০) পিতা-মুস্তাক আহমদ,সাং- দক্ষিণ পহরচাঁদা, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার, এ/পি সাং-মিয়ার বাজার (শহিদের বাড়ীর ভাড়াটিয়া) থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১২ (বারো) কেজি গাঁজা,যাহার মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত আসামী মোঃ খাইরুল বশর (৫০) এর বিরুদ্ধে লবনচরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।