শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
এস এম জাকারিয়া ইসলাম খুলনা থেকে।
গতকাল বৃহস্পতিবার(১৫ মে) সকাল ৯ টায় আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া মহল্লায় তেলগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার হেঁটে স্কুলে গমনকালে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হয়েছেন।
একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসী কর্তৃক ছোঁড়া একটি গুলি শিক্ষকের পায়ে বিদ্ধ হয়েছে। সন্ত্রাসী দুইজন মোটর সাইকেলে আগমন করে এবং গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ শিক্ষককে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, উক্ত এলাকায় প্রধান শিক্ষক দিলীপ কুমারের জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সহযোগী হয়ে চাঁদা দাবি করা উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী হোসেন ঢালী এবং তার সহযোগী আরমান উক্ত শিক্ষককে গুলি করে। গুলি করার পূর্বে হোসেন ঢালী শিক্ষকের বিরুদ্ধে বলাবলি করে বেড়ায় আরমানের নামে কেন মামলা দেওয়া হল এবং কেন চাঁদা দেওয়া হলো না। পরবর্তীতে, আড়ংঘাটা পুলিশ এবং মহানগর সেনাবাহিনী কন্টিনজেন্ট ঘটনাস্থলে উপস্থিত হয়। উল্লেখিত সন্ত্রাসী হোসেন ঢালী গ্যাং গভীর রাতে উক্ত আড়ং ঘাটা থানায় বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ মানুষের মুখে মুখে।
উল্লেখ্য, উক্ত সন্ত্রাসীর নামে আরংঘাটা থানায় অভিযোগ রয়েছে। বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। তবে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। উক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবী সর্বমহলের।