শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ‘অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গনে উদ্বোধক হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, মুকসুদপুর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার।
জানা গেছে, উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এবছর ৩৬ টাকা কেজি দামে ১০৪০ মেট্রিক টন বোরো ধান এবং ৪৯ টাকা কেজি দামে ৮২৭১ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় বা সংগ্রহ করবে, উপজেলা খাদ্য গুদাম। এরই ধারাবাহিকতায় কর্মসূচির উদ্বোধনী দিনে উপজেলার শান্তিপুরের ভাই ভাই অটো রাইস মিলের কাছ থেকে ৭০ মেট্রিক টন চাউল ও দিগনগর গ্রামের কৃষক আবু জাফর বিশ্বাসের কাছ থেকে ৩ মেট্রিক টন বোরো ধান এবং উজানী গ্রামের কৃষক গণপতি বিশ্বাসের কাছ থেকে ৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করেন।
অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ’ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) জুয়েল আহাম্মেদ, খাদ্য পরিদর্শক (কারিগরি) বেবি বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ের সভাপতি ফকির মিরাজ আলী শেখ, কৃষক মাসুদ শেখ, গণমাধ্যম কর্মী বর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক,কৃষাণী ও মিল মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।