শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
পারভেজ রানা, স্টাফ রিপোর্টার
—————————————————–*-*
বরগুনায় জেলা শ্রমিক লীগ আহবায়ক ৯ মামলার আসামী আঃ হালিম মোল্লা গ্রেপ্তার। রাত ১২ টা ৫ মিনিটের সময় বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী বরগুনা পৌর শহরের দক্ষিণ বরগুনা এলাকার মোশারফ মোল্লার ছেলে। হালিম মোল্লা বরগুনা থানার গত ৪ ফেব্রুয়ারী দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহার ভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ২টি চাঁদাবাজি, ১টি বিস্ফোরক আইনে, মাদক আইনে ১ টি এবং বিভিন্ন ধারায় ৪টি সহ মোট ৯টি মামলা রয়েছে। গত ৫ আগষ্টের পর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হলে আদালত থেকে জামিন পেয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে লিফলেট বিতরণ, শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণ সহ জয়বাংলা পরিষদ ডিজিটাল প্লাটফর্ম তৈরি সহ নানান কর্মসূচি করে আসার অভিযোগ রয়েছে আঃ হালিম মোল্লার বিরুদ্ধে।
বরগুনা থানা পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা শহরের আইন শৃঙ্খলার অবনতি সহ রাজনৈতিক অস্থিতিশীলতা করায় তার ওপর পুলিশি নজরদারি ছিল। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন দিন ধরে গাঢাকা দিয়ে পালিয়ে বেড়ালেও আজ ২০ এপ্রিল রবিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, রাত বারোটা পাঁচ মিনিটের লাকুরতলা এলাকা থেকে জেলা শ্রমিক লীগ আহবায়ক হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। সে বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি। হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল। তার বিরুদ্ধে সর্বমোট ৯টি মামলা রয়েছে। তাকে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।