1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি। শিবগঞ্জে দুর্ভোগের দীর্ঘশ্বাস: ভাঙা সড়ক আর জনপ্রতিনিধিদের মিথ্যা প্রতিশ্রুতি!

হবিগঞ্জের চুনারুঘাটে চাচীকে জবাই করে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার!

  • আপডেট সময়ঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ জন দেখেছেন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়ায় পারিবারিক বিষয়ের জের ধরে নারী নির্যাতন মামলা দায় করায় প্রকাশ্যে চাচীকে  জবাই করে হত্যা করা হয়!

বুধবার (২১ সেপ্টেম্বর২২) ইং দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা স্থলে পরিদর্শন করেন হবিগঞ্জের সু-যোগ্য পুলিশ সুপার এসএম মুরাদ আলী!

 

এসময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর  সার্কেল এএসপি মহসিন আল মুরাদ,

 

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ ও তদন্ত ওসি গোলাম মোস্তফা!

 

স্থানীয় ও পুলিশের সুত্রে জানা যায় –

 

গত ১৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার ২২ ইং দুপুরে  উপজেলার জারুলিয়া গজারীপাড় গ্রামে  মধ্যপ্রাচ্য প্রবাসী আক্তার মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার সৎ ভাই গাবরু মিয়ার বিরোধ চলেছিল এ বিষয়  নিয়ে মামলা মোকদ্দমাও হয়!

 

সম্প্রতি আক্তার মিয়ার স্ত্রী আয়েশা আক্তার পলি (৩০) একটি নারী নির্যাতন মামলা করেন।

এতে ক্ষুব্ধ হয়ে উঠে সৎ ভাসুরের ছেলে মাসুক ও মামুন।

 

মাসুক, মামুন বোন শেফা ও বোন জামাই শামীম পলির ঘরে গিয়ে মামলা করার কারণ নিয়ে তর্কবিতর্কে লিপ্ত হয়।

 

এক পর্যায়ে পলিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

 

পরে গুরুতর আহত পলিকে বাড়ির উঠানে  নিয়ে  দারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা

করে পালিয়ে যায়।

 

স্থানীয় সুত্রে খবর  পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন!

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে।

শেয়ার করুন

আরো দেখুন......