1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

মুকসুদপুরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

পীর তানভীর শেখ,

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

জানাযায়, উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমলেন্দু তালুকদারের ছেলে মিঠু তালুকদারের ৭৮ শতাংশের একটি পুকুরে দীর্ঘদিন যাবত মাছ চাষ কর আসছেন। প্রতিবেশী শরথ তালুকদার এবং তার ভাই শতিষ তালুকদারের সাথে জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিল। রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করায় পুকুরের প্রায় ১০ মন বড় মাছ এবং প্রায় চার মন ধানি পোনা মারা যায়, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পুকুর পুকুরের মালিক মিঠু তালুকদার। মিটু তালুকদারের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে শরথ তালুকদার এবং শতিষ তালুকদার এরাই পুকুরে বিষ দিয়ে তার এহেন ক্ষতি সাধন করেছে।

স্থানীয়রা বলেন,  শত্রুতা মানুষের সাথে মানুষের থাকতেই পারে কিন্তু মাছের সাথে এমন শত্রুতা কারোর থাকতে পারে না। এভাবে বিষ দিয়ে মাছ মেরে ফেলে ঠিক করে নাই।  যারাই করে থাকুক তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

শতিষ তালুকদার মুঠোফোনে জানান,  আমাদের জায়গা জমি নিয়ে মামলা চলমান, এজন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে। এর সাথে আমরা জড়িত নাই।  তবে যেই করুক তদন্ত পূর্বক শাস্তি হওয়া উচিত।

এবিষয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ি ইনচার্জ আলমগীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি, দুই মেম্বার স্থানীয় ভাবে সমাধান করতে চেয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......