শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:১২ অপরাহ্ন
ফাতেমাতুজ্জহরা লবন্য,বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুদ নামে এক জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে যানা যায়। ২২ মার্চ ২০২৫ খ্রি: রোজ শনিবার রাত আনুমানিক ৮, ঘটিকায় ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে সাহেপ্রতাব (ধগরিয়া এলাকায়) সিলেট থেকে আশা ঢাকাগামি এম কে পরিবহন ঢাকা মেট্রো ব, ১২-২৩ ৯৭ বাস গাড়ি ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী মাসুদ নামে এক জন নিহত হয়। যানা যায়, নিহত ব্যক্তি মাকসুদুল হক মাসুদ শিবপুর উপজেলার সাধারচর বন্যার বাজারের
পশ্চিম পার্শ্বে হরিহরদী মধ্য পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মেম্বারের দ্বিতীয় ছেলে। সিলেটগামী বাস ও সাহেপ্রতাপ থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয় এবং বাইকে আগুন ধরে যায় ।
দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ।