শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-
দৈনিক অপরাধ অনুসন্ধান লিঃ এর চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় অর্থ সচিব, জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি, আন-নাফিছ ইসলামী রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ) ২য় বারের মত বাবা হলেন। প্রথম পুত্র সন্তানের পর এবার গত ৩১ জানুয়ারী ২০২৫ ইং,৩০ই রজব ১৪৪৬ হিজরী,১৭ মাঘ ১৪৩১ বাংলা রোজ শুক্রবার ভোর রাত ৫:৩০ ঘটিকায় সাংবাদিক পরিবারে ২য় সন্তান (কন্যা) ভূমিষ্ট হয়েছেন।আলহামদুলিল্লাহ মা ও নবজাতক সুস্থ আছেন। মহান মওলার দরবারে জানিয়েছেন শুকরিয়া জানিয়েছেন সাংবাদিক হায়দার আলী (এম.এ) ও সাংবাদিক পত্নি রওশন আক্তার মিহির (এম.কম)।
দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সকল পাঠক মহলের নিকট মা ও নবজাতকের জন্য দোয়া চেয়েছেন নবজাতকের দাদা-দাদী ও নানা-নানী। নবজাতকের দীর্ঘ হায়াত ও সুস্থতার জন্য দোয়া কাম্য।