1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ

  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ জন দেখেছেন

মোহাম্মদ মিলন আকতার,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান: ফ্যাসিবাদ আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সকল প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তবর্তী সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শতীর্তদের শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনে প্রায় ২ সহস্রাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শহীদ ও আহতের পরিবারগুলোকেও সংস্কারের কথা বলছেন। অন্তবর্তী সরকার ক্লিয়ার ম্যান্ডেড হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন অন্তবর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর ৩ মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুেলা প্রস্তাবনা জমা দিবেন, তারপরে আমরা যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাবো।

উন্নয়ন বরাদ্দে বৈষম্য দুর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দুর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।

‘শিক্ষার মান উন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবণ নির্মাণে গুরুত্ব আরোপ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরী নির্মাণের ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।’

বিগত সরকারের সময় যেসব জেলাগুলোতে উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাগুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও কিছু দীর্ঘ মেয়াদী প্রকল্প শুরু করবে অন্তবর্তী সরকার। যাতে করে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয়ে অন্তবর্তী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নিবো।

‘এছাড়াও ক্যাটাগরী পুরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্য কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার বলেও জানান তিনি। ‘

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় এতে শুভেচ্ছ বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

বক্তব্য শেষে বালিয়াডাঙ্গী উপজেলার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় দুওসুও এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য তীরনই নদীর উপর ১২০মি. আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন।

শেয়ার করুন

আরো দেখুন......