1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

শিবপুরে বিদেশি পিস্তল সহএক ডাকাত গ্রেফতার ৭.৬৫ ম্যাগাজিন উদ্ধার

  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ জন দেখেছেন

মোঃ মাসুদ খাঁন, জেলা প্রতিনিধি নরসিংদী:

২১শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখ শনিবার নরসিংদী শিবপুরে ডাকাত সরদার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২)কে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ও ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি আজিজুর রহমান আজীকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে গ্রেফতারকৃত ডাকাত সরদার আজিজুর রহমান আজীর দেওয়া তথ্য মোতাবেক লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। তার নামে শিবপুর মডেল থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলার নং ১(১১)২৪ ইং ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড । ডাকাত সর্দার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২) পিতা ঃ জয়নাল আবেদীন বৈরাগী, সাং সৃষ্টিঘর (মুরগীবের) থানা শিবপুর । সে শিবপুর থানা ইটাখোলা বাস স্ট্যান্ড থেকে ভৈরব হাইওয়ে রোড এর হাজী বাগান নামক স্থানে ১৮ জন বিসিএস কর্মকর্তা সপরিবার নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাস চাপ দিয়ে ডাকাতির ঘটায় তাকে সৃষ্টঘর এলাকা থেকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজীকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতের দেওয়া তথ্য ও সনাক্ত মতে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত মামলায় লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় । ডাকাত সরদার আজীর আস্তানা ও তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণের অত্যন্ত সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ম্যাগাজিন সহ উদ্ধার করা হয় । তার নামে একাধিক ডাকাতি, হত্যা,প্রকাশ্যে খুন জখম ও মার্ডার করার জনশ্রুতি আছে । কিন্তু জনসাধারণের জানমাল, জীবন যাত্রার নিরাপত্তা না থাকায় কারণে তাদের বিরুদ্ধে কেহই মামলা করার সাহস পায়না। অস্ত্র উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন,শিবপুর থানা আইনশৃঙ্খলা ভালো আছে, অপরাধ করে কেউ ছাড় পাবেনা।

শেয়ার করুন

আরো দেখুন......