বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
শীত-হেমন্ত গেল বসন্ত-ভালোবাসাএলো !
হিম হিম শীত-উষ্ণতা বর্ণিল সাজে
বসন্ত রাঙালো!
পল্লবে পল্লবে শিরশিরিয়ে হিমেল
বাতাস বইছে!
জমে থাকা মনের যত বাহারি কথা
কইছে!
ভালবাসার বসন্ত হাওয়ায় জেগে রই
অনিমিখে চেয়ে ভালোবাসার কথা কই!
আকাশে বাতাসে কতকথা বলে যাই
ভালোবাসায় বসন্ত ডাক শুনতে পাই!
এমন দিনে চল মন হারাই
একসাথে সবার মন রাঙ্গাই!
রঙে রঙে নিজেকে সাজাই !
সবার মনে ভালোবাসা জাগাই!
বনে বনে কাননে যখন ফুটছে ফুল
ওলিরা গুনগুনায় কত আকুল !
তখন মনে মনে ভীষণ হরষ লাগে
ক্ষণে ক্ষণে তারই পরশ লাগে !
হরষিত ধ্বনি উঠলো মনে মনে
ক্ষণে ক্ষণে গুঞ্জরিলো কানে কানে!
চঞ্চল সজল পবন বেগে মন চায়
ভালোবাসি কত শিহর লাগে গায়!
কখনও একেলা রয় অলস মন
কখনো নীরব রয় কানন কোণ!
কুসুম ফুটে যখন গহন বনের ধারে
টানে অজানা পথের অন্ধকারে !
ফাগুনে রঙের আবির ছড়াক একে একে,
অরুণ আলোর স্বর্ণরেণু মেখে মেখে!
পাখিরা আবির,পাখায় পাখায় নিল এঁকে!
গাছে গাছে পাতায় পাতায় সব আবির নিল মেখে!
কুঁড়িরা একে একে ফুটুক, আর শিশির রসে মাতুক!
ফোটা ফুল চায় না নিশা,প্রাণে তার আলোর তৃষা!
এমন দিনে মন হারাবার বেলা
যেন পথ ভোলার আনন্দ খেলা!
ভালবাসার বসন্ত জোয়ার-জলে
আজ ভেসে যাই ভাসিয়ে ভেলা!