সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি:
বিএনপিসহ সমমনা ১৪ দলের সমর্থিত রবিবারের (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গোপালগঞ্জ জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা বলায় গড়ে তোলে আনসার ও ভিডিপি সদস্যরা ।
এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় উপজেলার মুকসুদপুরে আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ জনগণের জান মালের নিরাপত্তায় কঠোর ভূমিকা পালন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা।
এসময়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.সাইফুল ইসলাম প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম তদারকি চালিয়েছেন।
রবিবার সকাল ১০টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার মোড়ে মোড়ে আনসার, ভিডিপি সদস্যের সশস্ত্র টিম মোতায়েন করা হয়।
এটিমের মধ্যে বিভিন্ন পদবির আনসার সদস্য ও সাধারন আনসার মোতায়েন করা হয়েছে।
বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে গোপালগঞ্জ জেলা কমান্ডেন্ট ফজলে রাব্বি এর নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে চলমান পরিস্থিতে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জানা যায়, গোপালগঞ্জ জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সশস্ত্র ব্যাটেলিয়ান আনসার ৩৯ জনসহ ৫ উপজেলায় সশস্ত্র সাধারণ আনসার ৫০ জন এবং ২৪ জন ভিডিপি সদস্য মোতায়ন করা হয়। অজিত কুমার ঘোষ
মুকসুদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, নিজের জীবন দিয়ে হলেও জনগণের জানমাল ও রাষ্ট্রের সকল নিরাপত্তা প্রধান করে যাব, মুকসুদপুর উপজেলায় নির্বিঘ্নে যানবাহন চলাচলে ও সকলকে নিরাপত্তা প্রদানে প্রতিটি জন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সশস্ত্র আনসার ও ভিডিপি সদস্য মোতায়ন করা হয়েছে।
অজিত কুমার ঘোষ সার্কেল অ্যাডজুট্যান্ট জানান, গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি জনগুরুত্বপূর্ণ এলাকায় জনগণের জানমাল ও রাষ্ট্রের নিরাপত্তা প্রদানে আনসার বাহিনী নিরলস কাজ করে যাচ্ছেন ও রাষ্ট্রের যেকোনো কাজ,যে কোন দায়িত্ব আমরা ঘাড়ে তুলে নেয়ার জন্য প্রস্তুত আছি।
এবিষয়ে জেলা কমান্ডেন্ট ফজলে রাব্বি জানান, জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সকল সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করছে।