1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি। শিবগঞ্জে দুর্ভোগের দীর্ঘশ্বাস: ভাঙা সড়ক আর জনপ্রতিনিধিদের মিথ্যা প্রতিশ্রুতি! মুকসুদপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পথসভা,জনসংযোগ ও লিফলেট বিতরন খুলনায় তৃতীয় দিনের মতো খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩১ ওয়ার্ডে ওএমএস কার্যক্রম চলমান

বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১২ জন দেখেছেন

খুলনা থেকে,

বাগেরহাট জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার এস,এম মুস্তাফিজুর রহমান’র মানবিকতায় বসবাসের জন্য গৃহনির্মাণের সরঞ্জামাদি ও শুকনো ভোগ্য পণ্য পেলেন খাড়া সম্বল গ্রামের সহায় সম্বলহীন রুহিদাস হালদার। ইউএনও মুস্তাফিজুর রহমান বিভিন্ন মাধ্যমে জানতে পারেন যে,উপজেলার বয়োবৃদ্ধ পিতা-মাতা,স্ত্রী ও সন্তান নিয়ে একটি ভাড়ায় চালিত ইজিবাইক চালিয়ে

৬ সদস্যের সংসার চালাতে নিদারুণ হিমশিম খাচ্ছিলেন একটি পরিবার। এমনকি চলমান বর্যা মৌসুমে রুহিদাস হালদারের একমাত্র আশ্রয় স্থল ঘরটির অবস্থাও চরম নাজুক। এমন খবর শুনে গতকাল বেলা ১২ টার সময় ইউএনও মোস্তাফিজুর রহমান,স্হানীয় ইউপি চেয়ারম্যান ও চৌকিদারের মাধ্যমে রুহিদাস হালদারকে ডেকে নিয়ে ২ বান (১৮ পিচ) টিন,৬ হাজার টাকার চেক, ৩০ কেজি চাউল,তেল,

ডাল,চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় শুকনা খাবার তার হাতে তুলে দেন। এসব পন্য পেয়ে রুহিদাসের পরিবার আনন্দে আত্ন হারা।
পন্য প্রদান কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম,হাসান ইবনে জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ । তাঁর এ মানবিকতায় এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। সদা মিষ্টভাষী, সৎ ও দক্ষ ইউএনও এস,এম,মুস্তাফিজুর রহমান যোগদানের পর হতেই বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও মানবিক সেবা প্রদান করায় এলাকার মানুষ তাঁর প্রশংসায় ভাসছেন।

শেয়ার করুন

আরো দেখুন......