শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আজ ২১ জুন, শনিবার দুপুর ১২টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কলেজের গভর্নিং বডির সভাপতি মীর শাহে আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং কলেজের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, মহাস্থান সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম এবং এইচএসসি পরীক্ষার্থী মিশকাত আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান সহ কলেজের সকল প্রভাষক ও শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।