শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব),এলিট র্ফোস হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের
গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার পর্যালোচনায় দেখা যায় বিগত ১৯ মে ২০২৫ তারিখ সকাল সাড়ে ৮ঘটিকায় মামলার বাদী সুমি খাতুন এর ছেলে মোঃ সজিব(০৬) ও মেয়ে খাদিজা (০৫) বাসার পার্শ্বে পরিত্যক্ত জায়গায় খেলাধুলা করার সময়ে লাল রংয়ের একটি বল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে তাদের ঘরে নিয়ে আসে। ঘরের মধ্যে
খেলা করার সময়ে বলটি বিস্ফোরিত হয়ে উক্ত বাচ্চা দুইটি গুরুতর ভাবে আহত হয়। তখন তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে বাদীর মেয়ে খাদিজা (০৫) মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় শিশুটির মা বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আমামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। পরবতীতে উক্ত হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা মামলার তদন্তকালে সন্ধিগ্ধ আসামি
রাব্বি হোসেন মুসা (২৮), মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় এবং উক্ত আসামিকে গ্রেফতার করার জন্যে র্যাব-৬,সিপিসি- ৩,যশোর বরাবর পত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্র পেয়ে আসামীকে গ্রেফতারে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত জোরালো ভাবে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩,
যশোর এর একটি আভিযানিক দল ২৪ মে ২০২৫ তারিখ দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে,যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন যশোর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার সন্দিগ্ধ আসামি রাব্বি হোসেন মুসা (২৮), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-শংকরপুর (চাতালের মোড়),থানা-কোতয়ালী,জেলা- যশোরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।