শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়রা মামলা নং-১৫৪২/১৭ ও চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার মামলা নং-১৮(৭)১৫ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ জি,আর-২২৩/১৫ মামলার এজাহারনামীয় পলাতক আসামী জুলহাস মিয়া চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মেখল ফকিরহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২২ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ০০২৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জুলহাস মিয়া (২৮) পিতা- মোঃ আবু তাহের, সাং-চন্দ্রপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নিজ নাম ঠিকানা প্রকাশ করে এবং সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।