শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার মামলা নং-১৫, তাং-২৪ সেপ্টেম্বর ২০২৪ইং, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১)/৩০ মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আনিসুল ইসলাম রিকন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন বিজয় নগর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন বিজয় নগর দক্ষিন পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আনিসুল ইসলাম রিকন (২৮), পিতা-মোঃ ছাবের, সাং- সিকদারবাড়ী, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার খুলশী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।