শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী একটি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরগুনার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: শফিউল আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক জনগণের জন্য দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। এই প্রশিক্ষণ ইউনিয়ন পরিষদের সদস্যদের সে লক্ষ্যে দক্ষ করে তুলবে।
প্রশিক্ষণ কর্মশালায় বরগুনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যরা অংশগ্রহণ করছেন। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইয়াছিন আরাফাত রানা।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালতের আইনি কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অবহিত করা , স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিত করা , গ্রাম আদালতের ব্যবস্থাপনাকে দক্ষ ও সময়োপযোগী করে তোলা,
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এই প্রকল্পটি মাঠ পর্যায়ে ন্যায়বিচার ব্যবস্থাকে সহজ, স্বল্প ব্যয় এবং সময়োপযোগী করে তোলার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।