শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
জি,এম, আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার, বটিয়াঘাটা, খুলনা।
বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হকের বিরুদ্ধে অর্থ আদায়ের নামে আদায়কৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে । এব্যাপারে ভূক্তভোগীর পরিবারের পক্ষে উপজেলার বয়ারভাঙ্গা গ্ৰামের বিথিকা বৈরাগী পাওনা টাকা ফেরত পেতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগ জানা গেছে, উপজেলার বয়ারভাঙ্গা গ্ৰামের দীপক সরদার বাদি বিথিকার নিকট থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ধার করে । কিন্তু দীপক সরদার জরুরী প্রয়োজনে করোনা ভাইরাস চলাকালীন সময়ে অভিযোগকারী বিথিকার থেকে গ্ৰহণকৃত ধারের ২ লক্ষ ৫০ হাজার টাকা টাকা পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করে । এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় উক্ত পাওনা টাকা আদায় করতে ব্যর্থ হয়ে গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে সদর ইউনিয়ন বিএনপি নেতা সামছুল হক দলীয় ও থানা পুলিশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দাবি করে বিথিকার পাওনাকৃত টাকা আদায়ের করে দেয়ার নাম করে দেনাদার দীপক সরদারকে সামছুলের বাড়িতে ডেকে এনে অপর দুই সহযোগী বলাবুনিয়া এলাকার স্বপন বৈরাগী ও বসুরাবাদের রঞ্জন মিস্ত্রীকে সাথে নিয়ে এবং তাদের উপস্থিতিতে ৫০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে দীপক সরদার এক মাসের মধ্যে ভূক্তভোগী বিথিকার পাওনাকৃত ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে দেবে বলে সামছুলের সাথে চুক্তিবদ্ধ হয় । দীপক সরদার ভূক্তভোগী বিথিকার পাওনাকৃত ২ লক্ষ ৫০ হাজার টাকা সামছুল হককে পরিশোধ করলেও এবং সেই আদায়কৃত টাকা দিয়ে মটরসাইকেল ক্রয় করে বলে সর্বত্র স্বীকৃত হয়েছে । কিন্তু ভূক্তভোগী বিথিকা তার আদায়কৃত পাওনা ২ লক্ষ ৫০ হাজার টাকা ফেরত চাইতে গেলে সামছুল নানা অজুহাতে সব টাকা আদায় হয়নি বলে এড়িয়ে যাচ্ছে । এখন ভূক্তভোগী বিথিকা বৈরাগী পাওনা আদায়কৃত টাকা ফেরত পেতে দলীয় উর্দ্ধতন কর্মকর্তা সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।