1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

পাইকগাছায় ঘের ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে যমের চিঠি: থানায় জিডি 

  • আপডেট সময়ঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন

এস এম জাকারিয়া ইসলাম খুলনা থেকে।

খুলনার পাইকগাছায় ঘের ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে যমের চিঠি প্রদান করার ঘটনায় পাইকগাছা থানায় জিডি হয়েছে।

শুক্রবার সকালে কে বা কারা ঘের ব্যবসায়ী মাসফিয়ার রহমান সবুজের পৌর সদরের বাতিখালীস্থ বাসায় সাদা কাগজে লেখা একটি চিঠি ফেলে রেখে যায়। ১০ লাইনের ওই চিঠিতে ঘের ব্যবসায়ী মাসফিয়ার রহমান সবুজকে ১০ দিনের মধ্যে ঘের ছেড়ে দেওয়া এবং ২/৩ দিনের মধ্যে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে প্রেস ব্রিফিং করেন সবুজ দম্পতি। সবুজের স্ত্রী তন্বী রহমান বলেন, শুক্রবার সকালে বাসার কাজের লোক ঝাড়ু দেওয়ার সময় বাসার ভিতরে দরজার সামনে একটি খাম পড়ে থাকতে দেখে খামটি নিয়ে আমার কাছে দেয়। উক্ত খামের ভিতরে একটি চিঠি ছিল। চিঠিতে জীবন নাশের হুমকি সহ ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চিঠিটি পড়ে সাথে সাথে আমি আমার স্বামীকে দ্রুত ঘের থেকে বাসায় আসতে বলি।

মাসফিয়ার রহমান সবুজ বলেন, চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে পুতলাখালী ঘের ছেড়ে দিতে বলা হয়েছে। তা নাহলে আমার অবস্থা রবি ও মাহবুবের মতো হবে, আমাকে মেরে লাশ গুম করে মরহুম বাবা ফসিয়ারের কাছে পাঠিয়ে দিবে বলে হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও দল গোছাতে টাকা দরকার এজন্য ২/৩ দিন পর তাদের লোক আসলে তাদের কাছে ৩০ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে পুলিশের সহযোগিতা নিলে আমার এবং আমার পরিবারকে খুন করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠিটির শেষে ইতি তোর জম লেখা রয়েছে।

এ দিকে মাসফিয়ার রহমান সবুজ প্রেস ব্রিফিং’এ আরো অভিযোগ করেন, উপজেলা বিএনপির ডাঃ আব্দুল মজিদ গ্রুপের তুষার ও মুছার ইন্দোনে আমার প্রতিপক্ষ শিব পদ সরকার, সত্যজিৎ সরকার ও ক্লিনটন এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। আমি এ ঘটনায় থানায় জিডি করেছি। যার নং ৪২৩ তারিখ ০৯-০৫-২০২৫।

এছাড়াও সুষ্ঠুভাবে ঘের পরিচালনা এবং জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সবুজ দম্পতি।

এ বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান জানান, এ বিষয় শুনার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই সংক্রান্তে থানায় জিডি হয়েছে এবং তদন্ত চলছে।

শেয়ার করুন

আরো দেখুন......