1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

বটিয়াঘাটার পল্লীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রক্তাক্ত জখম ১

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩২৭ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার জি,এম, আসাদুজ্জামান আসাদ।

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : বটিয়াঘাটা পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত জখম হয়েছে মো:কুদ্দুস আলী খাঁন (৫৫) নামে এক দিনমজুর৷ পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সুন্দরমহল এলাকায় মো: কুদ্দুস আলী খাঁন এর বাড়িতে ঢুকে প্রতিবেশীরা হামলা করে তার উপর৷ হামলায় সে রক্তাক্ত জখম হয়৷ থানায় অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল সুন্দর মহল এলাকায় মোঃ আরিফুল মোল্যা সহ ওজ্ঞাতনামা ২/৩ জন দুষ্কৃতী প্রকৃতির লোকজন কুদ্দুস আলী খানের উপর হামলা চালায়৷ হামলায় কুদ্দুস খান রক্তাক্ত জখম হয়৷ তার চোখের উপর আঘাত লাগে৷ আঘাতে তার চোখের উপর ফেটে যায়৷এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন ভিকটিমের ছেলে মো: জুয়েল খান৷ তিনি বলেন আমি একজন ব্যবসায়ী৷ অভিযুক্তরা আমার প্রতিবেশী৷ তাদের সাথে পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরাট চলে আসছিল তারা বিভিন্ন সময় আমাদেরকে ভয় নীতি হুমকি দিয়ে আটছে তারাই জের ধরে ৫ মে ২০২৫ তারিখ রাতে ৮টার সময় অভিযুক্তরা ধারালো দা লোহার রড কুড়োল বাসের লাঠি নিয়ে আমার বসতবাড়ির সামনে এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তখন আমার পিতা মো: কুদ্দুস খান ঘর থেকে বের হয়ে উঠানে এসে আসামিদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমার পিতার উপর হামলা চালায় ধারালো দা দিয়ে আমার পিতা কে হত্যা করার উদ্দেশ্য মাথায় কোপ মারে আমার পিতা মাথ সরিয়ে নিলে হামলাকারীদের দায়ের কোপ আমার পিতার বাম চোখের কোনায় লেগে কেটে গিয়ে মারাত্বক ভাবে গুরুত্বর রক্তাক্ত জখম হয় বর্তমান আমার পিতা বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে থানায় অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বলেন একটি

লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ অন্যদিকে অভিযুক্ত পরিবারের সদস্যরা বলেন দের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় আমরা তাদের উপর কোন হামলা করেনি৷ তারা গ্রিলের দরজা টানাটানি করতে গিয়ে নিজেরাই আহত হয়

শেয়ার করুন

আরো দেখুন......