শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
পারভেজ রানা, স্টাফ রিপোর্টার
———————————————————-
বরগুনার সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। পাথরঘাটা বিএফডিসি মার্কেটে খোলা ডাকে দুই লক্ষ বিশ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে।
জানা গেছে, আজ শুক্রবার ভোররাতে জোয়ারের সময় পাথরঘাটার জেলেরা মাছ ধরতে যায়। জালটানা শেষ হলে সাবার নৌকার এক জেলের জালে ধরা পড়ে রাজা ইলিশ মাছটি। সকলা আটটার সময় মাছটি পাথরঘাটা বিএফডিসি মার্কেটে নিয়ে আসে বিক্রির জন্য।
পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিসিং এন্ড মার্চেন্ট আড়ৎ নিয়ে আসলে দুই লক্ষ বিশ হাজার টাকা দরে খোলা ডাকে স্হানীয় পাইকার হানিফ মিয়া মাছটি কিনে নেন।
হানিফ পাইকার জানান মাছটি নদীর রাজা ইলিশ মাছ। বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে খেতে স্বাদ বেশি। এই নদীর মাছ দেখতে সাদা রং ও স্বচ্ছ দেখায়। এটি মূলত রূপালী ইলিশ মাছ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় পনের হাজার টাকায় ক্রয় করি। মাছটি বিক্রির ঢাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।