শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
ক্রাইম রিপোর্টার,বরিশাল:
বরগুনার আমতলীতে জমি দখলের জন্য জমিতে রোপনকৃত গাছ কেটে মাটি ইট ভাটায় বিক্রির ঘটনায় আদালতে মামলা করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। মামলার অভিযোগ গ্রহণ করে আমতলী জুডিশিয়াল আদালতের বিচারক কোর্ট ইন্সপেক্টরকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
মামলার সূত্রে জানা গেছে আমতলীর চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে বাড়ীর সংলগ্ন বাগানের গাছপালা কেটে এবং জমির মাটি কেটে ইটভারায় বিক্রি করে। এই ঘটনায় মামলার বাদী বাধা দিতে গেলে দখলকারীরা মারধর করে। বিষয়টি তিনি আমতলী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে বন্ধ করে দেয়। উভয়কে শান্তিপূর্ন পরিবেশে থাকার জন্য বলা হয়। বিষয়টি আদালত সংশ্লিষ্টতা থাকায় বাদীকে আদালতের মাধ্যমে ফয়সালা করার জন্য বলা হয়।
পরে ক্ষতিগ্রস্ত আবুল হোসেন আদালতে বাদী হয়ে অভিযোগে উল্লেখ করেন, গত ১২ এপ্রিল ভোগদখলীয় জমি দখল নিতে পাশাপাশি গ্রামের শাহ আলম পিতা মৃতঃ হামেজ উদ্দিন হাওলাদার আল আমিন (২৫) পিতা- আঃ রাজ্জাক হাওলাদার শাহজাহান (৫৫) পিতা-
আঃ রাজ্জাক হাওলাদার মোঃ বসির হাওলাদার (৪২), পিতা- আনোয়ার হাওলাদার, মোঃ কামাল হাওলাদার (৫০), পিতা- মৃতঃ নূর মোহাম্মাদ হাওলাদার, মোঃ কামাল হাওলাদার (৪৫), পিতা- আঃ লতিফ হাওলাদার মোঃ আঃ রাজ্জাক হাওলাদার (৩০), পিতা- মৃতঃ আনু হাওলাদার, নুর সাহেদ ডাক্তার (৫৮), পিতা-
মৃতঃ হামজি ডাক্তার, প্রিন্সল মিরা (৩০), পিতা- মনির হোসেন মিরা দেশীয় অস্ত্র সহ তাদের জমিতে প্রবেশ করে দখল নিতে চেষ্টা চালায়। এর আগেও এমন ঘটনার সৃষ্টি হলে আদালতে দারস্থ হন বাদী। আদালত থেকে আইনজীবী কমিশন গঠন করে জমিতে পিলার স্হাপন করে দেয়। অভিযুক্তরা সেই জমির পিলার উঠিয়া ফেলে। এঘটনায় অভিযুক্তরা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার গাছ ও মাটি কাটার মেশিন ( ভেকু) দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকার মাটি কেটে নিয়ে ইট ভাটায় বিক্রি করে দেয়।
এব্যাপারে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ বশির আলম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে পরবর্তীতে বিধি মোতাবেক কার্যক্রম সম্পন্ন করে আদালতে দাখিল করা হবে।