শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
ডেস্ক নিউজ:
আজ সোমবার (২১ এপ্রিল ২০২৫ খ্রিঃ) নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)-এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তৃতীয় দিনে Physical Endurance Test (PET) পরীক্ষায় নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, মহোদয় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিনাজপুর; জনাব এ বি এম রশিদুল বারী, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল গাইবান্ধা; আরো উপস্থিত ছিলেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারীসহ নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব সজীব কুমার বর্মন ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় তৃতীয় দিন নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান সেই সাথে দৃঢ় কন্ঠে জানান, কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তাই সকলকে ভালোভাবে লেখাপড়া করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ প্রদান করেন।