1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বরগুনার বলেশ্বর মোহনায় ধরা পড়লো আড়াই কেজি ওজনের রূপালী ইলিশ   র‌্যাব-৭,চট্টগ্রাম’র অভিযানে দুলায়েত হত্যা মামলার পলাতক আসামী মোঃ তৈয়ব উল্লাহ  গ্রেফতার।  র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে কৃষকলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী মেহের আলী গ্রেফতার।  ফ্যাসিস্টে অবৈধ আদেশে বন্ধ হওয়া পাটকলের উৎপাদনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধারসহ জুয়াড়ী গ্রেফতার-১৪ শ্রীলংকার অপহৃত তিন নাগরিক মোল্লাহাটে উদ্ধার আটক -৪ র‌্যাব-৭,চট্টগ্রাম’র অভিযানে ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর নবী গ্রেফতার।  কৃষক প্রণোদনা কর্মসূচি – বেতাগীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নগরীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার- জুলফিকার আলী শার্শার জামতলায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

বরগুনার বেতাগীতে জমি বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত-০ ৫

  • আপডেট সময়ঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪১০ জন দেখেছেন

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের হাঁট মোকামিয়া গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সকাল ৬টার দিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতরা হলেন — আবুল কালামের স্ত্রী নিরু বেগম, শফিকুল ইসলামের স্ত্রী পাখি বেগম, আবুল কালামের ছেলে সোহাগ, সোহাগের স্ত্রী ফাতেমা বেগম ও কালামের অপর ছেলে রুবেল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

স্থানীয়রা জানান, নিরু বেগমের কবলা জমিতে দীর্ঘ বছর ধরে ভোগদখল করে বসবাস করে আসছিলেন তারা। ওই জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সকালে কালাম হাওলাদারকে বাধা দিলে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই প্রতিপক্ষ দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। এতে পাঁচজন গুরুত্বর জখম হন। এ ঘটনায় ফাতেমা বেগম নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে আহত করে, তার গর্ভে থাকা সন্তান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন — রিজুল হক (পিতা: নুর মোহাম্মদ মৃধা), সাইদুল (পিতা: নুর মোহাম্মদ), লিমন (পিতা: রিজুল হক), সাইমন (পিতা: সাইদুল মৃধা), সজীব (পিতা: কাউসার মৃধা), জাহিদ (পিতা: মৃত কাউসার মৃধা), এমাদুল (পিতা: মৃত কাঞ্চন মোল্লা), ভেলি বেগম (স্বামী: সাইদুল মৃধা), আরাফাত (পিতা: রিজুল হক মৃধা), হাসিনুর বেগম (স্বামী: রিজুল হক মৃধা), রওসনা বেগম (স্বামী: মৃত কাউসার মৃধা) এবং সাব্বির (পিতা: সাইদুল মৃধা)। অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায় নাই, ঘটনার পর তারা আত্মগোপনে রয়েছে।

এ ব্যাপারে বেতাগী থানরর অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি আসলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

আরো দেখুন......