শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চাপ আর নিয়ন্ত্রণে
গণমাধ্যম
এবং
সাংবাদিকতা আজ
গহীনে।
হুমকি আর হামলায়
গণমাধ্যম ক্ষতবিক্ষত
এমন পরিস্থিতিতে
দেশই শেষ।
এ পরিস্থিতি নতুন কিছু নয়
কম-বেশি আছেই
যা নিতে পারাটাই
এখন কষ্টকর।
অধিকাংশ সাংবাদিক
হামলা মামলার
যাঁতাকলে
পলাতক-কারাবন্দী।
রোগাক্রান্ত, নি:স্ব
উপোষ বহু পরিবার
দুধের শিশু
দুধের অভাবে অপুষ্টিতে।
মামলার ব্যয় চালাতে
হিমশিম খাচ্ছেন
কেউবা
নিশ্চুপ সবাই।
বিবেক জাগ্রত হই
জাগতে হবে
নিজ প্রয়োজনে
পেশার স্বার্থে।
—————————-
মো:খলিলুর রহমান
১৯ এপ্রিল ২০২৫