শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
সোমবার, দেশের অন্যান্য স্থানের মতো বরগুনাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক মোঃ শফিউল আলম এর সভাপতিত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শিমুলতলা মেলা মাঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যালি শেষে মেলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন।