শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অপরাধ অনুসন্ধান ডেস্ক রিপোর্ট:
————————————————————–
অদ্য সন্ধ্যায় বরগুনা রোডপাড়া এলাকা থেকে অন্ত:জেলা ডাকাত দলের সদস্য আরিফ পাহালান পিতা মোঃ কবির পাহালান সাং-রোডপাড়া থানা ও জেলা-বরগুনাকে গ্রেপ্তার করা হয়েছে। সে টঙ্গীবাড়ী থানার ডাকাতি মামলা নং ২১(৫)২০২২ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর জিআর ৮৫/২২ পরোয়ানা ভুক্ত আসামি।
এছাড়াও তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও টঙ্গীবাড়ী থানায় চারটি ডাকাতি মামলা রয়েছে।
তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।